নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসক। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মেহের নিগার, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বিএম সাগর প্রমুখ
মেলায় বিষয় ভিত্তিক চারটি প্যাভিলিয়ন ও ১৬ টি স্টলের মাধ্যমে জেলার সকল সেবা দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আগামী কাল ১৬ নভেম্বর বুধবার সকাল ১০ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রঙ্গণে এই মেলা উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আনেয়ার হোসাইন আকন্দ।
Facebook Comments Box