আলোকিত সকাল ডেস্ক
বল লেগেছে স্টাম্পে, তাও ভাঙেনি উইকেট এমন ঘটনা বেশ বিরল হলেও এবার বিশ্বকাপে এ ধরণের ঘটনা ঘটেছে পাঁচবার। মাত্র ১০ দিনের ব্যাবধানের পাঁচবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় সমলোচনার মুখে পড়েছে খোদ আইসিসি। আইসিসির দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
সর্বশেষ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ইনিংসের প্রথম বলেই বোল্ড হওয়ার হাত থেকে বেঁচে যান। আসরেই উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক রশিদের বলে, নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে ট্রেন্ট বোল্টের বলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে মিচেল স্টার্কের বলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মোহাম্মদ সাইফউদ্দিন বেন স্টোকসের বলে বেঁচে যান। এদের মধ্যে বাংলাদেশের সাইফউদ্দিন ছাড়া বাকিরা নিজেদের ইনিংস বড় করতে পেরেছিলেন।
ওভালে ভারতের দেওয়ার ৩৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে জসপ্রিত বুমরাহ’র প্রথম বলেই ওয়ার্নারের পেছনে থাকা স্টাম্প আঘাত করে। তবে মিরাকলভাবে বেঁচে যান অজি ওপেনার। তবে এই সপ্তাহেই আইসিসি জানিয়ে দেয়, আগের কাঠের বেলস থেকে এখনকার জিং বেলস অনেক হালকা। অস্ট্রেলিয়া এই ম্যাচে ৩৬ রানের হারলেও বেঁচে গিয়ে ৫৬ রানের ইনিংস খেলেন ওয়ার্নার।
এ ঘটনাগুলোর সমালোচনা করে পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার লিখেন, পাঁচবারের মতো বল স্টাম্পে লেগেও বেলস পড়েনি। পাঁচবার এই বিশ্বকাপেই! কি হচ্ছে এগুলো। আমার পুরো ক্যারিয়ারেও এমন ঘটনা পাঁচবার দেখিনি। আর এবার ১০ দিন অথবা একটি টুর্নামেন্টে এটি এতবার ঘটলো।
আস/এসআইসু