আলোকিত সকাল ডেস্ক
অন্ধের মত গুগল ম্যাপের উপর ভরসা করে কাদায় আটকে পড়ল প্রায় ১০০টি গাড়ি। ঘটনাটি ঘটেছে আমেরিকার কলোরাডোয়।
চালকদের অভিযোগ, এদিন সকালে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর যাওয়ার প্রধান রাস্তায় জ্যাম দেখাচ্ছিল গুগল ম্যাপস-এ। শর্টকাট হিসাবে দেখানো হয়েছিল একটি সরু রাস্তা। সেই মতোই গাড়ি নিয়ে সেই সরু রাস্তায় প্রবেশ করেন তারা। কিন্তু সরু পাকা রাস্তা ক্রমে বদলে যায় কাঁচা মাটির রাস্তায়। কিছু দুর যেতেই কাদাভরা নরম মাটির একটি মাঠের মাঝে এসে পৌঁছায় গাড়িগুলো। যে কয়েকটি গাড়ি কাদায় আটকায়নি তাদেরও পিছনে ফিরে যাওয়ার কোনও উপায় নেই, কারণ পিছনে তখন গাড়ির লম্বা লাইন।
গুগলের দেখানো শর্ট-কাটে গিয়ে গেরোয় পড়েন বিমানবন্দরগামী ট্যাক্সির আরোহীরাও। উপায়ান্তর না দেখে গাড়ি থেকে বেরিয়ে কাদা মাঠে হাঁটতে শুরু করেন তারা। কেউ কেউ চড়ে বসেন অন্য কারও কম কাদায় থাকা গাড়িতে।
তবে, গুগল ম্যাপসকে সরাসরি দুষতে নারাজ চালকরা। প্রচুর বৃষ্টিতে রাস্তা খারাপ হওয়াতেই এই দুর্দশা, মত তাদের।
আস/এসআইসু