মৃনাল কান্তি-নোয়াখালী- : স্বপনেরদেশ লিবিয়া থেকে সাগর পথে ইতালী যাওয়ার পথে নৌকা ডুবিতে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মৃত অহিদ উল্যার ছেলে নাসির উদ্দিন (২৪)এর করুন মৃত্যু ঘটেছে।
নিহত নাসিরের ছোট ভাই নাজিম উদ্দিন কান্না জড়িত কন্ঠে জানান,তার বড় ভাই নাসির উদ্দিন ইতালী যাওয়ার জন্য গত ১ বছর ২ মাস পূর্বে লিবিয়ায় যায়। সেখান থেকে নাসিরসহ অনেকে গত বৃহস্পতিবার(৯-৫-২০১৯) তারিখে রাতে লিবিয়ার ত্রিপলী থেকে নৌকা যোগে ইতালী যাচ্ছিল।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে সাগর পথে তাদের বহনকারী নৌকা ডুবে যায়। এতে নাসির উদ্দিন সাগরে ডুবে মারা যায়।নাজিম উদ্দিন আরও জানান,তার ভাইয়ের সাথে থাকা চাটখিলের রুবেল নামক এক যুবক তাদেরকে ফোনে নাসিরের মৃত্যুর কথা প্রথম জানান। পরবর্তিতে বাংলাদেশ
সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে তারা নাসিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।
নাসির দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়।তার বাবা ৭ বছর আগে সৌদি আরবে মারা যায়।সরকারের নিকট মা, ভাই বোনদের দাবী, নাসিরের মরদেহ যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয়।
আস/এসআইসু