সুজন পাল মাইজদী সদরঃ
সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের বিশিষ্ট্য সমাজ সেবক হাজী আকবর হোসেন ডুবাইওয়ালা ওয়াপদা ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় পাঁচ শতাধিক গরীব অসহায়ের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন।
(শনিবার) সকালে ০৭ নং ওয়ার্ডের নিজ বাড়ীতে ইফতার সামগ্রী বিতরন করেন এবং অন্যান্য স্থানেও বিতরন অব্যাহত রাখেন।ইফতার সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন,ওনার সম্মাণিত পিতা হাজী বেলায়েত হোসেন,একই ওয়ার্ডের তরুন সমাজ সেবক মো:বেলাল হোসেন,প্রবাসী আমীর হোসেন ও আলা উদ্দিনসহ প্রমুখ।
উল্লেখ্য যে হাজী আকবর হোসেন প্রায় ১৫ বছর ধরে ওয়াপদা ইউনিয়নের বিভিন্ন দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান তথা মসজিদ,মাদ্রাসা, নূরানী ও হিফজ মাদ্রাসায় বিভিন্ন সময় সহযোগীতা করে আসছেন। ইউনিয়নের কিছু স্থানের জনগনের নিরাপদ পানির অভাব হওয়ায়,নিজ খরচে একাধিক ডিপ টিউবওয়েল স্থাপন করে, নিরাপদ পানির অভাব মোচন করেন।
এছাড়াও এলাকার অসহায় গরীব মেয়েদের বিয়ে শাদীতে আর্থিক সহযোগীতাসহ অভাবী পঙ্গু মানুষকে সার্বিক সহযোগীতা দিয়ে আসছেন।প্রত্যেক ঈদের পূর্ব মূহুর্তে ঈদ সামগ্রী বিতরন,শাড়ী,লুঙ্গী বিতরন সহ নানা কর্মসূচীতে অংশ গ্রহণ করতে দেখা যায় তাঁকে।
একান্ত আলাপ কালে আলোকিত সকালকে তিনি বলেন,এলাকাবাসীর নিকট আমার মা-বাবা এবং আমার পরিবারের সদেস্যদের জন্য দোয়া চাই।
আস/এসআইসু