লক্ষ্মীপুর সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল শিক্ষার্থীদের কাছে মুক্তির প্রেরণা হয়ে থাকবে

বিএম সাগর লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সরকারি কলেজের বঙ্গবন্ধুর ম্যুরাল শিক্ষার্থীদের কাছে মুক্তির প্রেরণা হয়ে থাকবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, শিক্ষার্থীদের কাছে বঙ্গবন্ধুর ম্যুরালটি মুক্তির প্রেরণা হয়ে থাকবে। এটা বলতে আবার মুক্তিযুদ্ধ আসবে, স্বাধীনতার ডাক আসবে বুঝানো হয়নি। বিষয়টি হলো একজন শিক্ষার্থী চায় ভালো ফলাফল করতে। চায় কুসংস্কার থেকে মুক্তি পেতে। একজন শিক্ষার্থী যখন বিশ্ব মানের হতে চায়। তখন যে প্রেরণা ও সাহসের দরকার। বঙ্গবন্ধুর এ অবয়বের দিকে তাকালে সেই শক্তি পাবে, সাহস পাবে।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মুক্তির প্রেরণা’ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। এর আগে ফিতা ও কেক কেটে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন অতিথিরা।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি হচ্ছে পৃথিবীতে যারা মুক্তি চায়, তাদের মুক্তির প্রেরণা। এ ভাষণটি শুধু বাংলাদেশ বা এ উপমহাদেশের মানুষের জন্যে কোনো মুক্তির দলিল নয়। পৃথিবীর যেখানে মানুষ মুক্তি চায়, যেখানে মানুষ স্বাধীনতা চায়, যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়- সেখানেই এ ভাষণটি তাদের জন্য মুক্তির প্রেরণা।

কলেজ অধ্যক্ষ মাহবুবুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন ও লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংক,  পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া,  সদর উপজেলার চেয়ারম্যান সালাহ উদ্তিন টিপু, আওয়ামীলীগ নেতা আব্দুল মতলব  প্রমুখ।

Facebook Comments Box