লক্ষ্মীপুর সম্পত্তি নিয়ে বিরোধ লাশ দাফনে প্রতিপক্ষের বাধা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ে সম্পতি নিয়ে বিরোধের জেরে লাশ দাফনে বাধা দিয়েছে প্রতিপক্ষ। পরে স্থানীয় জনপ্রতনিধি ও পুলিশ এবং নির্বাহী ম্যাজেস্ট্রেট এর উপস্থতিতে লাশ দাফন সমপন্ন। আজ (৭ অক্টোবর) সকাল ১০ টায় ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন শরিফপুর গ্রামের বনাজী বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে সফিক ভূঁইয়া সাথে একই গ্রামের মুন্সি ভূঁইয়া বাড়ির মৃত- নুরুল আমিনের স্ত্রী মাকসুদা বেগম খুকির সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এই নিয়ে মাকসুদা বেগম আদালতে একাদিক মমলা করলে আদালত মাকসুদার মামলা খারিজ করে দেয়।এরমধ্যে গতকাল রাত ২ টার সময় সফিক ভূঁইয়ার (৮০) মৃত্যু হয়। সকালে ওই সম্পতিতে তাকে মাটিদেওয়ার জন্য কবর খোঁড়া শুরু করলে মাকসুদা এবং তার ছেলে নুপুর, দেলোয়ার, ভূঁইয়া, দিদার বাধা দেয়। এক পর্যায়ে মাটি ফেলে কবরটি ভরাট করে দেয়,এমন সময় মৃত ব্যাক্তির পরিবার ও প্রতিবেশীরা বাধা দিলে মাকসুদা এবং তার ছেলেরা দেশীয় অস্ত্র সশ্র নিয়ে তাদের উপর চড়াও হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । পরে নির্বাহী ম্যাজেস্ট্রেট সিরাজুল সালেহ এবং ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনির উপস্থতিতে মৃত-ব্যাক্তির দাফন সম্পন্ন করে পরিবার ও এলাকাবাসী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনি বলেন, মৃত- সফিকের সাথে প্রতিপক্ষ মাকসুদা গংদের সাথে আদালতে দেওয়ানী মামলা আছে তার সুত্র ধরে আজ মৃত সফিকের লাশ দাফনে বাধা দেয়। আমরা এখন মৃত ব্যাক্তির লাশ দাফন সম্পন্ন করেছি। আদালতের রায় অনুযায়ী পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box