লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন জবু আর নেই

 শোক সংবাদ
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন জবু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজিউন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেন পরিবার। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এ সাংবাদিক। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। আগামীকাল শনিবার সকাল ১০ টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box