নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে লক্ষ্মীপুরে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে এ খেলার আয়োজন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন, লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন জেলা আওয়ামীলীগ সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথৈয়াই মারমা, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া আওয়ামীলীগ নেতা শামীম শামীম ইস্কান্দার ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার বিভিন্ন স্থান থেকে আগত ১৬টি দল অংশ নেন। ফাইনাল খেলা ২১ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।