নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এতে ১২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আহম্মেদ ফেরদৌস মানিক। ২৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. হাসান আল-মাহমুদ। তারা দুজনেই বিএনপিপন্থী। এতে ভরাডুবি হয়ছে আওয়ামীলীগ পন্হী আইনজীবি সমর্থিত প্যানেলের।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত সভাপতি-সম্পাদক কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসভবনে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন।
এ সময় এ্যানী বলেন, ঐক্যবদ্ধ থাকার কারণে বিজয় আমাদের হয়েছে। আশাকরি সকল আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ থাকলে আগামী সংসদ নির্বাচনেও আমাদের জয়ী হবে।
আইনজীবী সমিতির কমিটিতে সহ-সভাপতি পদে মো. শামসুদ্দিন (২), জহুর আহম্মদ, চৌধুরী, সহ-সম্পাদক পদে রেজাউল করিম রাজু, জাহাঙ্গীর আলম, অডিটর কামরুল হাসান রনি, পাঠাগার বিষয়ক সম্পাদক মো মাহির আসহাব, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আকবর হোসেন, আনিসুল ইসলাম, আনোয়ার হোসেন ফিরোজ, দাউদ হোসেন, মাহমুদুর রহমান মিশন ভূইয়া, সাইফ উদ্দিন খোকন নির্বাচিত হয়েছেন।