লক্ষ্মীপুর প্রতিনিধি,; লক্ষ্মীপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও সমাপণী অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে জেলা ষ্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক নুর-এ আলমের সভাপতিত্বে পুরষ্কার বিতরন ও সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাছুম ভুঁইয়া, সহকারী পুলিশ সুপার মংনেথাইমার্মা, উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন, ভুমি কর্মকর্তা মুকবুল হোসেন, ফিরদা ইয়াসমিন লিকাসহ, জেলা প্রশাসনের কর্মকর্তা,ক্রীড়া সংগঠক,বিভিন্ন স্কুলের প্রধান এবং অ্যাথলেটিকগন।
উল্লেখ্য সপ্তাহ ব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় ২৪ টি ইভেন্টে জেলায় চারশতের অধিক অ্যাথলেটিক অংশ গ্রহন করেন।