লক্ষ্মীপুরে শুদ্ধাচার পুরস্কার পেলেন সাজিয়া ও মকবুল

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মকবুল হোসেন পেশাগত দক্ষতাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসাবে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

রবিবার ( ২৬ ফেব্রুয়ারী ) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ প্রধান অতিথি হিসেবে তাদের হাতে পুরষ্কার গুলো তুলে দেন। শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসাবে এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক পিয়াংকা দত্ত ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেনসহ জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পেশাগত জ্ঞান, দক্ষতা, সততা, উদ্ভাবন, ই-ফাইলিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার, অভিযোগ প্রতীকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক অর্জনের স্বীকৃতিস্বরূপ এবং লক্ষ্মীপুর জেলা রাজস্ব প্রশাসনে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় অবদানের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মকবুল হোসেনকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মকবুল হোসেন বলেন, প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের ভবিষ্যত কর্মময় জীবনে এ পুরস্কার পথ নির্দেশক হিসেবে কাজ করবে। যেসব সূচক বিবেচনায় প্রশাসন আমাদেরকে এ পুরস্কার দিয়েছেন, ভবিষ্যতে এর প্রতিটি বিষয়ে শুদ্ধাচার চর্চায় মনোনিবেশ করব। তারা সকলের স্বতঃস্ফুর্ত সহযোগিতা ও পরামর্শে ভূমিসেবাকে আরও বেশি স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন:

Facebook Comments Box