লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে নেতা কর্মীদের ঢল

নিজস্ব প্রতিনিধি ॥ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, দমনপীড়ন বন্ধসহ ১০ দফা দাবিতে আন্দোলন অংশ হিসেবে লক্ষ্মীপুরে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে কেন্দ্র্রীয় নেতা বিএনপির পপ্রচার সম্পাদক ও জেলার আহবায়ক শহিদ উদ্দিন চৌধুরি এ্যানীর বাস ভবন থেকে পদযাত্রাটি শুরু হয়ে দক্ষিণ তেমুহনী এলাকায় শেষ হয়
পদযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপি পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত পথসভায় এ্যানী বলেন, খুনি রাতে ভোট করা সরকারকে যে ভাবেই হোক পদত্যাগ করাতে হবে। বর্তমান সরকারের কোন উপায় নেই তাকে পদত্যাগ করতেই হবে। সব পথ বন্ধ হয়ে গেছে। তাই দেরি না করে এই সরকারকে পদত্যাগ করার আহবান জানান।

Facebook Comments Box