নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে ফল ফলাদির বাগান কেটে ইটভাটায় মাটি বিক্রির অভিযোগ ভুমি দুস্য রাশেদ গং দের বিরুদ্ধে অভিযোগ সুত্রে জানা যায় লক্ষ্মীপুর সদর ১৫ নং লাহার কান্দি ইউনিয়নের পশ্চিম সৈদপুর ৫ নং ওয়র্ডে হাজি সাহাদ উল্লার মাঝির বাড়ির ভুমি দুস্যরা খরিদ মালিকানা জমির বাগানের ফলজ গাছ নষ্ট করে জোর পূর্বক বেকু ম্যাশিন দিয়ে অবৈয়ধ মাটি উত্তলন করে ইট ভাটায় বিক্রি করে। এতে জমির মালিক পক্ষ বাঁধা দিতে গেলে রাশেদ গংদের লোক জন ন্ত্রাসীদিয়ে তাহাদেরকে মারধর করে। ঘটনা সুত্রে জানা যায়,টুমচর ইউনয়নের মৃত হাজি আব্দুস সাত্তার এর পুত্র আব্দুর রউফ, ক্ষরিদ সুত্রে, ১২৪৩৪ নং দলিল মুলে ৬০ ডিং সম্পত্তি – ১২৫৪১ নং দলিল মুলে- ৩০ ডিং সম্পত্তি ফাতেমা বেগম মালিক হয়। আবার ৬৮৭ নং দলিল মুলে জরিনা বেগম, ১৩.৫ ডিং, আমেনা ফাতেমা ১৩.৫ ডিং, মনোয়ারা বেগম, ১৩.৫ ডিং,ছকিনা বেগম,১৩.৫ ডিং, ফাতেমা বেগম ৩৯ ডিং, শেফালী বেগম,১৩.৫ ডিং,কুলছুম েবগম ০৬ ডিং, জামিলা বেগম ৬০ ডিং সম্পত্তির মালিক হয়। এই মর্মে ঐ তপছিল ভুমিতে একটি ঘর নির্মান করা হলে ঐ ঘরটি রশেদর নেতৃত্বে রেহেনা আক্তার, নরু,ওসমান, মেস্তফিজুর রহমান, সহ ৭/৮ জন সন্ত্রাসী দেয়ে ভাংচুর করে উক্ত জায়গার গাছ পালা বিনষ্ট করে জোর করে মাটি উত্তল করে ইটভাটা বিক্রি করেদেয়। আমারা বাধা দিেত এলে সন্ত্রাসীরা আমাদেরকে মারিপট সহ হত্যার হুমকি দিয়ে থাকে, তাহাদের ভয়ে আমরা আমাদের মালিকানা সম্পত্তিতে আসতে পারিনা, নিরোপাই হয়ে সুবিচারের জন্য আব্দুর রউফ বাদি হয়ে সদর ভুমি সহকারি কর্ম কর্তা বরাবর একটি অভিযোগ প্রদান করি, ।
লক্ষ্মীপুরে বাগানের গাছ কেটে ইটভাটায় মাটি বিক্রির অভিযোগ
Facebook Comments Box