নিজস্ব প্রতিনিধি: স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে উদ্ধবোধন হলো প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩।
আজ ১মার্চ বুধবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্ধবোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ। উদ্ধবোধন শেষে জেলা প্রশাসক প্রদর্শনীতে আসা স্টলগুলো পরিদর্শন করেন।
পরে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপু,
জেলা কৃষি সম্প্রচারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন,জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার কৃষিবিদ মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ যোবায়ের হোসেন।
প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় এর সহযোগীতায়। লক্ষ্মীপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই প্রদর্শনীতে ৪০টি স্টল বসে।