নিজস্ব প্রতিনিধি: বিএনপি আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং পদযাত্রা কর্মসূচি পালন করবে। বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছে, বিএনপি-রাজ পথে নেমেছে। আমরা শুনতে পাচ্ছি একইদিনে (কালো কোট) আওয়ামীলীগ নাকি শান্তিপূর্ণ সমাবেশ করবে। আমি লক্ষ্মীপুরের ডিসি, এসপিকে বলছি তাদেরকে আমাদের উপর লেলিয়ে দিবেন না। আপনারাও আমাদের উপর লেলিয়ে পড়বেন না। যেখানেই বাধা দিবেন বিএনপি’র নেতাকর্মীরা সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানি।
আজ ৯ ফেব্রুয়ারি বিকেলে নিজ বাসভবন প্রাঙ্গণে কেন্দ্র ঘোষিত ১১ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালনের লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি আরো বলেন, বিএনপি রাজ পথে নেমেছে ১০ দফা দাবি আদায়ের জন্য। ভোটারবিহীন নিশি রাতের সরকারের গণতান্ত্রিক, গণবিরোধী কার্যকলাপ, দুর্নীতি, লুটপাট,ভোটাধিকার ও মানবাধিকার হরণ করে দুঃশাসন কায়েম করেছে। গণবিরোধী সরকার দফায় দফায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করায় জনজীবনসহ গোটা দেশ আজ লন্ডভন্ড। নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে সরকার। তারা ভোট চুরি করে জোরপূর্বক ক্ষমতাই আছে। আন্দোলনের মাধ্যমে তাদেরকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।
জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এড. হাসিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অথিতি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু। এসময় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।