লক্ষ্মীপুরে জটিল ও কঠিন রোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরন

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসোমিয়া আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরনী জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ২৬ ফেব্রুয়ারী (রোববার) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন। জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, জেলা সমাজ কার্যালয়ের সহকারী পরিচালক আবদুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ শরীফ হোসেন, আবদুল আজিজ মাহবুব, শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসোমিয়া আক্রান্ত ১০৪ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ৫২ লাখ টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।
জেলা সমাজ সেবার অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী জানান জেলায় মোট ২০৬ জনের মাঝে ১ কোটি ৩ লাখ টাকা চেক বিতরণ করা হবে।

Facebook Comments Box