লক্ষ্মীপুর প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ১১নং ওয়ার্ড হাজিরপাড়া ইউনিয়নের চর চামিতা গ্রামের ৪নং মিয়া বাড়িতে পথ সংক্রান্ত বিরোধে মসিউরের নেতৃত্বে কতিপয় ব্যাক্তি সায়েম পরিবারের নিকট চাঁদা দাবি ঘুম ও খুনের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, চরচামিতা মিয়া বাড়ির সায়েমের মাতা খালেদা খানম ১৯৯৯ সালে মসিউরের নিকট হতে দেড় শতক জমি ক্রয় করে। উক্ত জমিতে এবং ওয়ারিশ সূত্র প্রাপ্ত জমিতে সায়েম পরিবার একটি টিনশেড ও রান্না ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। যা চরচামিতা মৌজার সাবেক ১২০৪ দাগ হালে ২৯০০ দাগে সম্পত্তি হয়। সম্প্রতি বিক্রিকৃত উক্ত দাগে সম্পত্তিতে মসিউর রহমান দুলাল, বোরহান, শিমুলসহ জোরপূর্বক চলাচলের রাস্তা তৈরি করতে যায়। এতে সায়েম পরিবার বাধা প্রয়োগ করে। এতে মসিউর গংরা গত ১১ মার্চ রাস্তা নির্মাণে বাধা এরুপ একটি ব্যনার তৈরি করে রাড়ির সামনে অবস্থান কর্মসূচির নাটক তৈরি করে এবং উক্ত রাস্তা তৈরিতে বাধা দেওয়াতে সায়েম পরিবার কে ঘুম, খুনের হুমকি প্রদান করে এবং বাড়ির অন্যান্য লোকজন দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং সামাজিক কোন সিদ্ধান্ত মসিউর গংরা মানতে রাজি নয়।
ভুক্তভোগী পরিবারের সায়েম জানান, এর পূর্বে মসিউর গংরা আমার নিকট ২ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় নাটকীয় ঘটনা তৈরি করে মানববন্ধন কর্মসূচির নাটক সাজানো হয়। এ সব ঘটনায় পূর্বেও ভুক্তভোগী পরিবারের খালেদা খানম চন্দ্রগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। বর্তমানে সায়েমের পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। মসিউরের নেতৃত্বে বোরহান, দুলাল, শিমুল যে কোন সময় পরিবারটির উপর হামলা, মামলা করতে পারে বলে সায়েম পরিবার আশংকা করছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারটি সুবিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে চাঁদা দাবি ঘুম ও খুনের হুমকির অভিযোগ
Facebook Comments Box