,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌরসভার (৩নং ওয়ার্ড) বাঞ্ছানগর এলাকায় একটি খালে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ।
সোমবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে মনতাজ মিয়ার পরিত্যক্ত ইটভাটার পাশে রহমানিয়া খালে ওই ব্যক্তির লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ঘটনাস্থলে পরিদর্শনে আছেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম।
স্থানীয়রা জানান, গত ৪দিন ধরে সিরাজ নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তির মৃতদেহ। তবে পুলিশের পক্ষ থেকে এখনও গণমাধ্যমকর্মীদের কোনকিছু জানানো হয়নি। লাশটির পরিচয় এখনও সনাক্ত করা হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত খাল থেকে লাশটি উত্তোলন করা হয়নি। তবে পুরো খালে কচুরিপানা ভর্তি রয়েছে।
Facebook Comments Box