লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ইটভাটায় শ্রমিককে শিকল দিয়ে বেঁধে রেখে স্ত্রীকে (১৮) গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। ধর্ষণকারীরা তার ডান হাতে সিগারেটের আগুন দিয়েও ছ্যাকা দিয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে ভুক্তভোগী কিশোরী অভিযোগ করেন। এর ভিত্তিতে সদর থানা পুলিশ চররমনী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিবিসি ব্রিকসে অভিযানে যায়।
এদিকে অভিযোগ দিতে বিকেল সাড়ে ৩ টার দিকে ভূক্তভোগী কিশোরী সদর থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিনকে বিষয়টি জানিয়েছেন।
কিশোরীর সঙ্গে কথা বলে জানা যায়,
বিবিসি ব্রিকসের স্বত্ত্বাধিকারী বাহার উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। আমি ঢাকায় আছি। বিস্তারিত বলতে পারছি না।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ভূক্তভোগী কিশোরীর কাছ থেকে ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত জানা যাবে।