লক্ষ্মীপুরে আনন্দ টিভির ৫ম বর্ষপূর্তি পালিত

নিজস্ব প্রতিনিধঃ লক্ষ্মীপুর  র‍্যালি, আলোচনা ও কেক কাটার মধ্যদিয়ে  দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ১১ মার্চ শনিবার সকালে লক্ষ্মীপুর পৌর মেয়রের জনতার ঘরে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।

আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাবেল এর সভাপতিত্বে এবং আনন্দ টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি বিএম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লারের যুগ্ন- সাধারন সম্পাদক মোঃ কামাল উদ্দিন, বিটিভি জেলা প্রতিনিধি জহির উদ্দিন,দৈনিক বায়ান্ন জেলা প্রতিনিধি আনোয়ারের রহমান বাবুল, দেশ রূপান্তরের প্রতিনিধি এম জে আলম  শীর্ষ সংবাদের সম্পাদক ও প্রকাশক নুজরুল ইসলাম জয়, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি তৌহিদ রেজা, কালবেলা জেলা প্রতিনিধি মীর ফরহাদ হোসেন সুমন, সাংবাদিক নুর আম্মদ মিলন, বাংলাদেশ অবজারভার লক্ষ্মীপুর প্রতিনিধি রবিউল ইসলাম খাঁন,আর টিভির জেলা প্রতিনিধি পলাশ সাহা,  বনিক বার্তার প্রতিনিধি রাকিব হোসেন রনি, ঢাকা মেইলের  প্রতিনিধি রুবেল হোসেন, এছাড়াও জেলা, উপজেলা পর্যায়ের  সাংবাদিকবৃন্দ।
এসময় উপস্থিত সকলে আনন্দ টিভির জেলা প্রতিনিধি বেল্লাল উদ্দিন সাগরের উজ্জ্বল ভবিষ্যৎ কেন কামনা করেন। আলোচনা সভার পর র‍্যালি ও কেককাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box