লক্ষ্মীপুরে ডাঃ আব্দুল হক আর্দশ উচ্চ বিদ্যালয়ে নবীন বরন ও পিঠা উৎসব অনুষ্ঠিএ

লক্ষ্মীপুর প্রতিনিধি: কথায় বলে পৌষ পার্বণের পিঠা উৎসব। এ উৎসব একান্তভাবেই বাঙালির উৎসব। শীত-গ্রীস্মের সকালগুলো মুখর ও আনন্দময় হয়ে ওঠে নানা রকম পিঠার অনন্য স্বাদে। কিন্তু বর্তমানে নানা ধরণের ফাস্ট ফুডের জোয়ারে আমরা গ্রাম বাংলার পিঠার কথা ভুলতেই বসেছি। সেই ঐতিহ্যকে তুলে ধরতে দেশে এখন নানা ধরনের পিঠা উৎসব হয়। এরই অংশ হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী ইউনিয়নে অবস্থিত ডাঃ আব্দুল হক আর্দশ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শীতের পিঠা উৎসব ও নবীন বরন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল হক আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান, আলহাজ্ব মোহাম্মদ আলী খোকন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বাবরের সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, ২০নং চর রমনী মোহন ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল, সদর পশ্চিম যুবলীগের আহবায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু।

রবিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত পিঠা উৎসবে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের যৌথ উদ্যোগে এই পিঠা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ও নবাগত ছাত্র-ছাত্রীদের মিলনমেলার এক অপূর্ব দৃশ্য দেখা যায়। ছোট বেলার পিঠাপুলির কথা স্মরণ করেন শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ অনেকে। বিদ্যালয় প্রাঙ্গনে ফুল ও বেলুন দিয়ে সাজানো হয়েছে স্টলগুলো। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা ১০টি স্টল বসেছিল।

Facebook Comments Box