রামগতি ভুমিদস্যু সোহেল রানার অত্যারে অতিষ্ঠ একটি পরিবার,মিথ্যা মামলা দিয়ে হয়রানি প্রতিবাদে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে জোর জুলুমবাজ সোহেল রানার অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ জমির হোসেনের পরিবার। ঘটনাটি ঘটেছে রামগতি ৭নং চর রমিজ ইউয়িনের ৪ নং ওয়ার্ডের আবু ডুবাইয়ের বাড়িতে, আজ ৩১ অক্টোবর দুপুর ১২ ঘটিকার সময় রামগতি সাংবাদিক ইউনিটির কার্যালয়ে এক সংবাবাদ সম্মেলনের ভুক্তভোগি পরিবার জমির হোসেনের স্ত্রী মোমেনা খাতুন সাংবাদিকদেরকে জানান, দীর্ঘদিন ধরে আমার বাড়ির ৫১ নং চর মেহার, ১৭৯৮নং মৌজার,খতিয়ানের ১০১৬২ নং দাগের ২০ শতাংশ জমির খরিদ সুত্রে মালিক হয়। হঠাৎ করে ভুমি দস্যু জুলবাজ সোহেল রানা তার ক্ষমতা বলে আমাদের খরিদকৃত দখলিয় জমি দখল করার চেষ্টা করলে আমারা গত ১৯ অক্টোবর আদালতে একটি মামলা দায়ের করি, আদালত ঔ মামলায় উক্ত জমিনের ওপর ১৪৪ ধারা নিষেধাজ্ঞা জারি করলে সোহোল রানা তাতে আরো ক্ষিপ্ত হয়ে গত ২০ অক্টোবর রামগতি থানায় আমার স্বামীকে প্রধান আসামী করে আমাদের পরিবারে দুইজনের বিরুদ্ধে একটি মিথ্যা ও হয়রানীমুলক মামলা দায়ের করেন। পুলিশ কোন তদন্ত ছাড়াই উক্ত মামলা আমার স্বামী জমির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পেরন করেন, আদালত আমার স্বামীর জামীন না মঞ্জুর করে কারা গারে পাঠান। ভুক্তভোগি জামিলের স্ত্রী আরও বলেন বর্তমানে ভুমি দস্যু সোহেল রানা ও পুলিশের আতংকে রয়েছি আমার একমাত্র স্কুল পড়–য়া মেয়ে শাকিলা আক্তার পলিকে নিয়ে ভয়ে দিন কাটছে আমি ও আমার পরিবারের সকলে। তাই এই মিথ্যা ও হয়রানিমুলক মামলা থেকে আমি আমার স্বামীর মুক্তি দাবি করছি ।

Facebook Comments Box