ভোট নিয়ে কোন দুর্নীতি অন্যায় হবে না,নির্বাচন হবে সুস্থ -পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতি উপজেলা চর আলগী ইউনিয়ন পরিষদের নির্বান ভোট নিয়ে কোন দুর্নীতি অন্যায় হবে না,নির্বাচন হবে সুস্থ  ১২ মার্চ  সন্ধ্যা   প্রার্থীদের সাথে  এত মত  বিনিময় কালে এসব কথা বলেন পুলিশ সুপার মাহফুজ্জান আশরাফ ।  গ্রাম বাংলার নির্বাচন মানেই উৎসবের আমেজ নির্বাচনকে ঘিরে সরগম হয়ে ওঠে গ্রামের মহল্লার দোকানগুলো চায়ের কাপে চুমুকের পাশাপাশি চলে ভোট নিয়ে আলোচনা সমালোচনা। আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে রামগতি উপজেলার চর আলগী ইউনিয়ন পরিষদের নির্বাচন।
ইতিমধ্যে এই নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন স্বচ্ছ ভোট হবেনা এমন গুজব ছড়িয়ে পড়েছে পুরো ইউনিয়ন জুড়ে। আতঙ্কিত হয়ে আছে এলাকার সাধারণ ভোটাররা

তবে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বিঘ্নে নিরাপত্তায় নিরোপক্ষ ভোট অনুষ্ঠিত করার লক্ষ্যে আজ চর আলগী ইউনিয়নে গ্রামের বাজর ও ভোটারদের নিকট ছুটে যান লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশ্রাফ

পুলিশ সুপারকে কাছে পেয়ে প্রাণ খুলে নির্দ্বিধায় কথা বলেন ইউনিয়নের সাধারণ মানুষ জন, তুলে ধরেন তাদের সঙ্কার কথা
পুলিশ সুপারের সাথে কথা বলে পুলিশ সুপারের কথা শুনে মনোবল ফিরে পেয়েছেন বলে জানান সাধারণ ভোটাররা
পুলিশ সুপার তাদের সঙ্কা দুর করে আস্বস্ত করেন
বলেন নিরপেক্ষ নির্বাচনের জন্য সর্বোচ্চ পদক্ষেপ নিবেন তিনি ভোট কেন্দ্রে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যাবস্থা

আশা করা হচ্ছে আগামী ১৬ তারিখ উৎসবমুখর পরিবেশে বিনা শঙ্কায় নিরাপদে ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন

নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশ্রাফ রামগতি থানায় মত বিনিময় সভার আয়োজন করেন সকল প্রার্থীদের সাথে

সেখানে প্রার্থীরা নির্বাচন নিয়ে তাদের ভয় আর সঙ্কার কথা তুলে ধরেন এবং কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন

সকলের কথা শুনে লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশ্রাফ সকল প্রার্থীকে অনুরোধ করে বলেন, নির্ভয়ে নির্বাচনি উৎসবকে উপভোগ করুন নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ তার সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে মাঠে থাকবে এবং নিরপেক্ষভাবে ভুমিকা রাখবে

Facebook Comments Box