আবু সুফী, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফ পাড়া এলাকায় অবস্থিত ডাঃ ডিউক চৌধুরীর মালিকানাধীন খ্রীস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালেশনিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় পারভিন বেগম (২৮) নামের এক সিজারের রোগীর’ সিজার পরবর্তী সময়ে রহস্যজনকভাবে মৃত্যুর খবর অভিযোগ পাওয়া গেছে। নিহতের স্বজনদের অভিযোগ হাসপাতালটির কর্তবরত ডাক্তারের ভূল চিকিৎসায় পারভিন বেগমের মৃত্যু হয়েছে ।
নিহত পারভিন বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের মোঃ আলমগীর হোসেনের স্ত্রী । রোগীর স্বজনরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় প্রসূতি পারভিন আক্তারকে সিজারের অপারেশন করেন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার । পারভিন আক্তার একটি পুত্র সন্তান জন্ম দেন ।
সিজারের পর রোগী ও নবজাতক দুইজনই সুস্থ্য ছিলেন বলে জানান পারভিন আক্তারের স্বজনরা ।
নিহত পারভিন বেগমের স্বামী মোঃ আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, হাসপাতালের কর্তবরত ডাক্তারের ভূল চিকিৎসায় আমার স্ত্রীর মৃত্যু হয়েছে । সিজারের পর আমার স্ত্রী স্বাভাবিক ও সুস্থ্য ছিল । সিজার পরবর্তী ডাক্তারের ভূল চিকিৎসায় আমার স্ত্রীর মৃত্যু হয়েছে । এটার দায় সম্পূর্ণ ডাক্তারের ।
আস/এসআইসু