আলোকিত সকাল ডেস্ক
অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করে স্বামীর সঙ্গে ঘর বেঁধেছিল সে। কিন্তু বিয়ের পরদিনই যেন স্বপ্নভঙ্গের পালা। স্ত্রীকে ধর্ষণ করেছিল এক যুবক, আর সেই কুকর্মের ভিডিও করে রেখেছিল। আর তা পাঠিয়ে দেয় সেই স্বামীর মোবাইলে। যার ফলে বিয়ে হতে না হতেই ঘরছাড়া হতে হয় তাকে।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বরেলিতে। জানা গিয়েছে, বিয়ের কিছুদিন আগেই ওই যুবতী তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিল। সেখানেই ওই বন্ধুর দাদা চায়ের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সংজ্ঞাহীন অবস্থায় ওই যুবতীকে ধর্ষণ করে। এমনকী ভিডিও করে রাখে। খবর এই সময়ের।
এরপর ওই যুবতীর বিয়ে হয় অন্য এক যুবকের সঙ্গে। আর বিয়ের পরদিনই সেই নতুন স্বামীর কাছে ধর্ষণ ভিডিও পাঠিয়ে দেয় ওই যুবক। আর তা দেখার পরই যুবতীকে বাড়ি থেকে বের করে দেয় স্বামী। থানায় অভিযোগ জানালে ওই ভারপ্রাপ্ত অফিসার অভিযুক্ত একটু বকাঝকা করেই ছেড়ে দেয়।
কিন্তু তাতেও দমে যাননি মহিলা। পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হন। এরপরই উপযুক্ত ধারায় মামলা রুজু হয়।
আস/এসআইসু