নিজস্ব সংবাদদাতা তারেক মাহমুদ : কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ডারউইনের বিবর্তন মতবাদ সহ, শিক্ষাক্রম’২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল এবং শিক্ষাক্রম প্রণয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত পূর্বক বিচারের দাবিতে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা সহ সকল উপজেলা এবং থানা পর্যায়ে মানববন্ধন করেছে চরমোনাই পীরের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।আজ বৃহস্পতিবার (২৬/০১/২৩) সকাল ৯ ঘটিকার সময় পৌর শহরের দক্ষিণ স্টেশন মোড়ে মানববন্ধন করেছে লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলন ইউনিট। একই সাথে রামগঞ্জ, রায়পুর, কমলনগর এবং রামগতি সহ সকল উপজেলায় মানববন্ধন করেছে এই ছাত্র সংগঠনটি। মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা বলেন, মানবরচিত ডারউনের মিথ্যা বানোয়াট, পঁচা বিবর্তনবাদের থিওরি ( যাহা অপ্রমাণিত) এই ৯২% মুসলমানের দেশে, আস্তিকের দেশে শিক্ষাক্রমে যুক্ত করা হয়েছে। যা এ দেশের ছাত্র সংগঠন কখনো মেনে নেবে না। এ দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে ইসলাম মিশে আছে। অতএব, পাঠ্যক্রমে ইসলামী সংস্কৃতি বাদে অন্যান্য সংস্কৃতি এবং হিন্দুত্ববাদ সহ পাশবর্তী দেশ দাদাবাবুদের ইতিহাস ঐতিহ্য চালানো যাবে না। এদেশের আপামর ছাত্রজনতা তা মেনে নেবে না।এটি এদেশের ছাত্রজনতার দাবী, এটি ইসলামী সংস্কৃতি টিকিয়ে রাখার দাবী।
বিতর্কিত শিক্ষা সিলেবাস বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন
Facebook Comments Box