আলোকিত সকাল ডেস্ক
চীনের সঙ্গে ‘ঐতিহাসিক’ চুক্তি স্বাক্ষরের জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৯ জুন) এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘ন্যায্য চুক্তির জন্য সম্পূর্ণ খোলামনে প্রস্তুত যুক্তরাষ্ট্র।’
জি–২০ সম্মেলনের জন্য চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে জাপানের ওসাকায় অবস্থান করছেন। যার অংশ হিসেবে আজ শীর্ষ এই দুই নেতার মধ্যে বহুল প্রতীক্ষিত একটি বৈঠক অনুষ্ঠিতের কথা রয়েছে। দীর্ঘ সময় যাবত বাণিজ্য যুদ্ধে জড়িত এই দেশ দুটির বৈঠকটি শেষ পর্যন্ত ঠিক কোন দিকে গড়ায় এবার সে দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।
শনিবার (২৯ জুন) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক ফোরাম জি-২০ শীর্ষ সম্মেলন গত শুক্রবার ওসাকায় শুরু হয়েছে। এবার যেখানে অংশ নিয়েছে মোট ১৯টি দেশ। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে এবারের বৈঠকটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মনে করা হচ্ছে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন মধ্যকার বাণিজ্য যুদ্ধ এবং চলমান সংকট নিরসনের বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে এবারের সম্মেলনটি শুরু হয়। তাই দুই দেশের আজকের এই বৈঠককে ঘিরে আগ্রহ রয়েছে গোটা বিশ্বের।
বৈঠকটিকে ঘিরে আশার আলো দেখা যাচ্ছে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘বৈঠকটি ঐতিহাসিক হতে পারে, আমরা যেন ন্যায্য কোনো বাণিজ্য চুক্তি করতে পারি… আমরা এর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘আমি একটি ‘কার্যকর’ বৈঠকের আশা করছি। একই সঙ্গে আমি এটাও বলতে চাই, বৈঠক থেকে চুক্তি হওয়ার কোনো সুখবর না পেলে চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সকল পণ্যে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত অটল থাকবে।’
সম্প্রতি শক্তিশালী এই দেশ দুটি একে অপরের পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্কারোপের পরই এই বৈঠক ইস্যুতে নরম সুরে কথা বলতে শুরু করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিংও। তিনি বলেন, ‘মুখোমুখি হওয়ার চেয়ে ‘সংলাপ’ অনেক ভালো।’
আস/এসআইসু