আলোকিত সকাল ডেস্ক
রাজধানীর ফার্মগেইটে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ডিএনসিসি।
বুধবার (২৬ জুন) দুপরে আনন্দ সিনেমা হলের সামনে গ্রিন রোডে এই অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহীদ আহসান।
ফুটপাত দখল করে বসা হকারদের অনেকেই তা বুঝতে পারে অনেকেই দ্রুত তাদের দোকান সরিয়ে নেয়ার চেষ্টা করেন। আবার কেউ কেউ বুঝতে না পেরে ব্যবসা পরিচালনা করেই যাচ্ছেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহীদ আহসান বলেন, ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করছেন এসব হকাররা। বারবার বলার পরও তারা এভাবে ফুটপাত দখল করে রেখেছে। যে কারণে আজ আমরা উচ্ছেদ অভিযানে নেমেছি। পথচারীরা যেন নির্বিঘ্নে স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারেন সেজন্য আমরা ফুটপাত দখলমুক্ত করব। এছাড়া রেস্টুরেন্টেও আমরা অভিযান পরিচালনা করব। ডিএনসিসির এ অভিযান অব্যাহত থাকবে।
আস/এসআইসু