আল কাদরী কিবরীয়া সবুজ, পলাশবাড়ী
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামে ১১ মে শনিবার দুপুরে পার্শ্ববর্তী মালিয়ানদহ মাঝিপাড়া ব্রিজের ডোবায় পড়ে গিয়ে শাহ পরান (৭) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে পূর্ব গোপিনাথপুর গ্রামের ওসমান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু শাহ পরান খেলতে খেলতে বাড়ির পূর্বপার্শ্বে মালিয়ানদহ মাঝিপাড়া ব্রিজের ডোবায় সবার অজান্তে পড়ে যায়। পরে বাড়ির পাশের এক ব্যক্তি ওই ডোবায় গোসল করতে গেলে তার পায়ের সাথে ধাক্কা লাগে। এসময় ওই শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়।
এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
আস/এসআইসু
Facebook Comments Box