প্রতিনিধি লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে বিদেশি মদসহ মাদক কারবারি পংকজ ভট্টকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ বোতল বিদেশি মদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সোমবার (২৩ মে) সকাল ৭টার দিকে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঢাকা মেইলকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন। গ্রেফতার পংকজ ভট্ট নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর গ্রামের মৃত. লক্ষ্মীকান্তির ভট্ট ছেলে ও পেশায় মাদক কারবারি। ওসি মো. জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ মে) সন্ধ্যায় মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় জেলা শহরের মোরগ হাটা সংলগ্ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মাদক কারবারি পংকজ ভট্টকে গ্রেফতার করা হয়।অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
নোয়াখালীর মাদক কারবারি মদসহ লক্ষ্মীপুরে গ্রেফতার
Facebook Comments Box