তেওয়ারীগঞ্জে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: শনিবার(২৫ ফ্রেব্রুয়ারী) বিকাল ৪ টায় পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করে সদর উপজেলা আওয়ামীলীগ।

এ সময় জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্ভোধন করে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন বোরহান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী, লক্ষ্মীপুর- ৩ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শাহজাহান কামাল এমপি, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক শাহ আলমের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ।

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা আজাদ ভূঁইয়া,এ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না,আমজাদ মাষ্টার,ঢাকা মোহাম্মাদপুর থানা আওয়ামীলীগের সভাপতি,সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এম এ সাত্তার,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু,পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারি,সাধারন সম্পাদক জহির উদ্দিন বাবর, যুবলীগ নেতা এড, মাহমুদুল হক সুজুন, সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য আবদুল খালেক বাদল সহ প্রমুখ।

Facebook Comments Box