ঢাকাস্থ চন্দ্রগন্জ থানার জনকল্যান সমিতির বাৎসরিক বনভোজন ২০২৩

নিজস্ব প্রতিনিধি:  অনাড়ম্বর ও ঝাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়েছে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলার চন্দ্রগন্জ থানার জনকল্যান সমিতির বাৎসরিক বনভোজন ২০২ –  মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারি ঢাকা পূর্বাচলের অদুরে- নারায়ণগঞ্জের রুপগঞ্জ সি শেল পার্ক এন্ড রিসোর্টে সকাল থেকেই এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় –

– দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় সহস্রাধীক মানুষ এই এই আয়োজনের সাথে যুক্ত হন। সকাল বিকেলের নাস্তা দুপুরের খাবার সহ বিভিন্ন ইভেন্ট গেম শো প্রিতি ফুটবল ম্যাচ রেপ্যেল ড্রো সহ নানা আয়োজনে মুখরিত ছিলো পুরো রিসোর্ট
– অনুষ্ঠানে আগত অতিথিরা শহরের যান্ত্রিকতা ভুলে কিছু সময়ের জন্য ফিরেযান সেই শৈশবে

জানা যায় চন্দ্রগঞ্জ থানার জনকল্যান সমিতি প্রতি বছরই এমন বনভোজন করে থাকে শুধু তাই নয় এই সমিতি শুরু থেকে চন্দ্রগঞ্জ থানার আওতায় জনস্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে থাকে

এই কমিটির বর্তমান বদরুল আলম শ্যামল সহ সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই এমন সফল একটি আয়োজন সম্পুর্ন হয়েছে বলে জানান অতিথিরা

২১ ফেব্রুয়ারি রাতে রেফেল ড্রো ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এই সংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কয়েকজন গুনি শিল্পি

– অনুষ্ঠানে দলগত নৃত্য পরিবেশন করে সকালের ভুয়সী প্রশংসা অর্জন করেন বিশিষ্ট ব্যাবসায়ী ও চন্দ্রগঞ্জ থানার জনকল্যান সমিতির সভাপতি – বদরুল আলম শ্যামলের একমাত্র কণ্যা স্নেহা

– উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – ঢাকাস্থ চন্দ্রগঞ্জ থানা জনকল্যাণ সমিতি সভাপতি বদরুল আলম শ্যামল
সমিতির সাধারণ সম্পাদক – শামসুল ইসলাম সামছু
সমিতির সাংগঠনিক সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম অর্থ সম্পাদক – কামাল হোসেন কার্যকারি সদস্য – মাজহারুল রুবেল সহ ঢাকাস্থ চন্দ্রগঞ্জ থানা জনকল্যাণ সমিতির সকল সহ তাদের পরিবারের সদস্যবৃন্দ

– এসময় অনুষ্ঠানের মুল আকর্ষন রেপেল ড্রোর প্রথম পুরস্কার ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি পেয়েছেন চন্দ্রগঞ্জ থানার জনকল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ

Facebook Comments Box