আলোকিত সকাল ডেস্ক
রাজধানীর আশেপাশের এবং অভ্যন্তরীণ নদী দূষণ মুক্ত করতে ভারত আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাসের সঙ্গে বৈঠক শেযে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
নৌ প্রতিমন্ত্রী বলেন, ঢাকার আশেপাশের এবং অভ্যন্তরীণ নদী ও খালগুলোর অবস্থা খুবই ভয়াবহ। এখনই এসবের দূষণ মুক্ত করা প্রয়োজন। ভারত এতে আগ্রহ প্রকাশ করেছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঢাকার ভিতরে ও আশেপাশে যে নৌরুট রয়েছে তা দূষণের ফলে যাত্রীদের নৌরুটে চলাচল করতে অগ্রহ কম। এজন্য রুটগুলোকে দুষণ মুক্ত করতে ভারত আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও ভারত রাজশাহীর গোমতী নদীতে একটি নৌরুটসহ গোদাগাড়ী স্থলবন্দর দ্রুত নির্মাণ করতে চায় বলে জানান প্রতিমন্ত্রী।
আস/এসআইসু