গাজীপুর থেকে মনির হোসেন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের নির্দেশে গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় ভেজাল বিরধী অভিযান করা হয়। উক্ত ভেজালবিরধী অভিজানে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক রিনা বেগম ০৫ টি দোকান যথাক্রমে ০১, ত্রিরত্ন গোস্ত বিতান কে ৫,০০০/- টাকা। ০২, জামান ষ্টোর কে ১,০০০/- টাকা। ০৩, জয়লাল আবেদীন ষ্টোর কে ৩,০০০/- টাকা। ০৪, শিশির ষ্টোর কে ১০,০০০/- টাকা। ০৫, শরিফ মেডিকেল হল কে ৫,০০০/- টাকা জরিমানা করেন।
আস/এসআইসু
Facebook Comments Box