মোঃ রুহুল আমিন পিয়াস
কুষ্টিয়া খোকাসা জয়ন্তীহাজরা ইউনিয়নের ভবানীগঙ্গ গ্রামের লোকজন থানায় গনঅভিযোগ দায়ের করেন। অদ্য ১৭ ই মে শুক্রবার বেলা ১২ ঘটিকার সময় ভবানীগঙ্গ গ্রামের লোকজন এসে গন অভিযোগ করেন।
এসময় তারা বলেন, দীর্ঘদিন ধরে পাগল আশ্রমের নামে মাদক ব্যাবসায়ী এবং সেবনকারী স্বগীয় রুপকুমারের বাড়ি ব্যবহার করে আসছে এবং এখানে যারা প্রতিনিয়ত আসা যাওয়া করে তারা সমাজের অসামাজিক ও নেতিবাচক মানুষ হিসাবে পরিচিত।
এই সব মানুষ বাড়ী টি ব্যবহার করে মাদক কেনা বেচা সেবন, অসামাজিক কার্যকলাপ এবং গান বাজনা করে থাকে। এতে গ্রামবাসীর সমস্যা ও যুব সমাজের প্রতি আকৃষ্ট করে তুলছে এবং সহজেই তাদের মাদকাসক্ত করে তুলছে।
এরই পরিপ্রেক্ষিতে গ্রামের লোকজন একত্রিত হয়ে খোকসা থানায় এসে গন অভিযোগ করেন এবং তারা আশাবাদী খোকসা ভবানীগঙ্গ গ্রামে গাগল আশ্রম এর নামে স্বগীয় রুপকুমার এর বাড়ি মাদক আস্তানা এবং অসামাজিক কার্যকলাপ অপাসারণ জন্য খোকসা পুলিশ প্রশাসনের সুদূর দৃষ্টি কামনা করছি।
আস/এসআইসু