খোকসা উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলা হেলালপুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় গৃহবধূ সাবিনা ইয়াসমিন নিহত।
২৭ ই জুন রোজ বৃহস্পতিবার গৃহবধূ সাবিনার (৪৫) নিজ বাস ভবনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় নিহত সাবিনা ইয়াসমিন এর বড় ছেলে মোঃ হাবিব হোসেন (২৮) গতকাল বৃহস্পতিবার বিকালে তার মায়ের ফোন টি বন্ধ পাই।
এসময় তাদের গ্রামের প্রতিবেশী মোছাঃ হামিদা খাতুন কে ফোন দিয়ে তার মায়ের খোজ নিতে বলে, সে সময় প্রতিবেশী হামিদা খাতুন নিহত সাবিনা ইয়াসমিন, এর বাড়ীতে খোজ নিতে গিয়ে দেখে সাবিনার মৃতদেহ পরে আছে তার ঘরের মেঝেতে।তখন হামিদা খাতুন এলাকাবাসীকে জানান এবং খোকসা থানাপু লিশ কেও জানানো হয়। ঘটনাস্থলে পুলিশ এসে এলাকাবাসীদের কাছে জিঙ্গাষাবাদ করেন এবং তাদের তদন্ত কাজ শুরু করেন।
আরো জানা যায় যে, তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে। এই ডিভোর্স কে কেন্দ্র করে কুষ্টিয়া জজ কোর্টে মামলা চলছে।
আস/এসআইসু