ক্যাব লক্ষ্মীপুর জেলা কমিটি অনুমোদন, সভাপতি হেলাল,সম্পাদক পারভীন

স্টাফ রিপোর্টার: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লক্ষ্মীপুর জেলা শাখার ১১ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ন কবির ভুঁইয়া কমিটির অনুমোদন দেন। লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলালকে সভাপতি এবং ঈডউঅ এর নির্বাহী পরিচালক পারভীন হালিমকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

অনুমোদিত কমিটির সহ-সভাপতি এটিএন বাংলা এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি মো. কাউছার, নিউজ ২৪ এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেল, যুগ্ন সম্পাদক, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি আব্দুল মালেক, কোষাধ্যক্ষ, ডওঝঊ এর নির্বাহী পরিচালক সাবরিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক বার্তা ২৪.কম ও আমাদের বার্তার জেলা প্রতিনিধি মীর ফরহাদ হোসেন সুমন, মানবাধিকার কর্মী সরোয়ার হোসাইন বুলবুল প্রচার সম্পাদক, নির্বাহী সদস্য, সিনিয়র আইনজীবী অ্যাড. রাসেল মাহমুদ মান্না, এশিয়ান এইজ এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ভুঁইয়া এবং দৈনিক কালের প্রত্যাশার সাইফুল ইসলাম জুয়েল।

Facebook Comments Box