আলোকিত সকাল ডেস্ক
রোজা রেখেও শরীর নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা সানাই মাহবুব। কঠোরভাবে তিনি শরীরচর্চা করছেন। অন্তত ১০ কেজি ওজন কমাবেন তিনি। এজন্য জিম করে ঘাম ঝরাচ্ছেন রাতদিন।
চিত্রনায়িকা সানাই অনেক আলোচনা- সমালোচনার জন্ম দিয়ে এখন অনেকটাই নিশ্চুপ আছেন। তবে কাজে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে তিনি তার শরীরচর্চা নিয়ে দারুণ ব্যস্ত। জিম করে শরীরের অতিরিক্ত মেদ কমাচ্ছেন। টার্গেট জিরো ফিগার করা। কারণ তিনি যে চলচ্চিত্রগুলোতে কাস্ট হয়ে আছেন সেগুলোতে অভিনয় করতে গেলে তাকে জিরো ফিগার হতে হবে। তাই রোজা রেখেও তাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে। এমনটাই জানালেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে।
জিম করে শরীরচর্চার বেশকিছু ভিডিও ও স্টিল ছবি দিয়েছেন তিনি তার পেজে। সেখানে লিখেছেন জিম করেই তার সময় কাটে এখন। আপাতত অন্যকিছুতে মনোযোগ দিতে চান না তিনি। সেই সাথে আরো একটা কাজও তিনি করছেন। সেটা আপাতত বলতে চান না। সময় হলেই নাকি টের পাওয়া যাবে বলে ইঙ্গিত দিয়েছেন।
আস/এসআইসু