সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে সরকারীভাবে ১ হাজার ৪০ টাকা মণে ধান সংগ্রহ শুরু হয়েছে।
শুক্রবার (১৭ মে) সকাল ১১ টায় কালিহাতী খাদ্য গুদামে উক্ত কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রীনা পারভীন, কালিহাতী পৌর মেয়র ও কালিহাতী চাল কল মালিক সমিতির সভাপতি আলী আকবর জব্বার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুক্তা রানি সাহা ও শ্রমীক নেতা সিদ্দিকুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কালিহাতী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।
এসময় কালিহাতী খাদ্য গুদামে সরকারীভাবে উপজেলার ধুনাইল গ্রামের মৃত শুকুর উদ্দিন মুন্সির ছেলে সামছুল হক (৫৫) ১ হাজার ৪০ টাকা মণে ধান বিক্রী করতে পেরে সন্তোষ প্রকাশ করে সরকারের নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন।
কৃষক সামছুল হক জানান, সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৪০ টাকা মণ ধান বিক্রি করতে পেরে আমি খুবই খুশি এবং এই মূল্যে কালিহাতী খ্যাদ্য গুদামে ৪২ মণ ধান বিক্রি করলাম।
আস/এসআইসু