মো:সাইফুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিদেশি অস্ত্র-সহ ৪ জন ভারতীয় নাগরিকসহ ৬ জনের একটি ডাকাতদলকে গ্রেফতার করা হয়েছে।আজ শনিবার দুপুরে উপজেলার কুটি বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কসবা থানা পুলিশ।
আটককৃত ডাকাতদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, দু’টি পাইপগান ও দু’টি কার্তুজ, দু’টি ওয়াকিটকি, পুলিশের জ্যাকেট ও বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধীর করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- ভারতে ত্রিাপুরা রাজ্যের স্বর্নজিৎ দেবনাথ (২৩), নির্মলেন্দ চৌধুরী (৩০), শংকর সরকার (৩০), বিমল দাস (৩০) এবং আমজাদ হোসেন (২২) ও হাসিবুল হাসান (২০) এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাসিন্দা।
কসবা থানার ওসি মো. আব্দুল মালেকের ধারণা, তারা ডাকাতির উদ্দশ্যে জড়ো হয়েছিল৷ তাদের শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আস/এসআইসু
Facebook Comments Box