আলোকিত সকাল ডেস্ক
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আশা করি ভালো আছো। আজ তোমাদের জন্য থাকছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা। আশা করি উপকৃত হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
১. একুশ শতকের সম্পদ কী?
ক. টাকা
খ. কৃষি
গ. ডলার
ঘ. জ্ঞান
২. একুশ শতকের পৃথিবীটা কোন অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে?
ক. মিশ্র অর্থনীতি
খ. জ্ঞানভিত্তিক অর্থনীতির
গ. পুঁজিবাদী অর্থনীতি
ঘ. ব্যষ্টিক অর্থনীতি
৩. কত সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়?
ক) ১৯৯০
খ) ১৯৯১
গ) ১৯৯২
ঘ) ১৯৯৩
৪. ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তাবায়নের জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে?
ক) চারটি
খ) পাঁচটি
গ) ছয়টি
ঘ) সাতটি
৫. কোনটির কারণে দেশের সীমা এখন নিজের দেশের গন্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে?
ক. বিশ্বায়ন
খ. উষ্ণায়ন
গ. বন্যার
ঘ.চেকপোস্ট না থাকা
৬. শিল্প বিপ্লব হয় কত শতাব্দীতে?
ক. একাদশ থেকে দ্বাদশ শতাব্দীতে
খ. চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দীতে
গ. অষ্টাদশ থেকে উনবিংশ শতাব্দীতে
ঘ. বিংশ শতাব্দীতে
৭. কোনটি আবিস্কারের পর থেকে প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমে এসেছে?
ক. পানি
খ. মাটি
গ. আগুন
ঘ.যন্ত্র
৮. আগে মানুষকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিসের ওপর নির্ভর করতে হতো?
ক. টাকা-পয়সা
খ. প্রকৃতি
গ. মানবসৃষ্ট পরিবেশ
ঘ.পানি
৯. শিল্প বিপ্লবের পর মানুষ কিসের ওপর নির্ভর করে পৃথিবীর অর্থনীত নিয়ন্ত্রণ করত?
ক. টাকা
খ. যন্ত্র
গ. অস্ত্র
ঘ.সম্মান
১০. বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলোর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা কোনটি?
ক. সৃজনশীলতা
খ. বিশ্লেষণী চিন্তন দক্ষতা
গ. সুনাগরিকত্ব
ঘ. তথ্যপ্রযুক্তিতে পারদর্শিত
১১. ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তাবায়নের জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে?
ক. চারটি
খ. পাঁচটি
গ. ছয়টি
ঘ. সাতটি
১২. যান্ত্রিক পদ্ধতি কোনটি?
ক. ই-লার্নিং
খ.প্রচলিত পাঠদান
গ. সনাতন পাঠদান
ঘ. ক্লাসরুমে শিক্ষাদান
১৩. বিল গেটস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম কী?
ক. অ্যাপল
খ. আইবিএম
গ. ইনটেল
ঘ. মাইক্রোসফট
১৪. নেটওর্য়াক কী?
ক. ইন্টারনেটের নাম
খ. একাধিক প্রটোকল
গ. প্রোগ্রাম
ঘ. মাইক্রোপ্রসেসর
১৫. তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা আধুনিক বাংলাদেশের নাম কী?
ক. ডিজিটাল বাংলাদেশ
খ. নতুন বাংলাদেশ
গ. তথ্য বাংলাদেশ
ঘ. আধুনিক বাংলাদেশ
১৬. প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করে?
ক. অ্যাপল
খ. ডেল
গ. মাইক্রোসফট
ঘ. এডোবি
১৭. ই-সেবার প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. বেশি খরচ কিন্তু স্বল্প সময়ে সেবা প্রদান
খ. স্বল্প খরচ এবং স্বল্প সময়ে সেবা প্রদান
গ. মোবাইল ফোনের ব্যবহার
ঘ. বিনামূল্যে সেবা প্রদান
১৮. চার্লস ব্যাবেজ এর গণনা যন্ত্র কতটি?
ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. চারটি
১৯. মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেন কোন প্রতিষ্ঠান?
ক.অ্যাপল
খ. আইবিএম
গ. ইনটেল
ঘ. জেরোক্স
২০. প্রথম যখন কম্পিউটারর আবিষ্কার হয়েছিল তখন তার মুল কাজ কী ছিল?
ক. ইন্টারনেট ব্যবহার করা
খ. তথ্য সংগ্রহ করা
গ. কমপিউট করা
ঘ. বার্তা প্রেরণ করা
★সঠিক উত্তর★
১.ঘ ২.খ ৩.গ ৪.ঘ ৫.ক ৬.গ ৭.ঘ ৮.খ ৯.খ ১০.ঘ ১১.ক ১২.ক ১৩.ঘ ১৪.খ ১৫.ক ১৬.গ ১৭.খ ১৮.গ ১৯.গ ২০.গ।
আস/এসআইসু