মাইকেল দাশ, রাংগুনিয়া প্রতিনিধি
রাংগুনিয়া উপজেলার অরাজনৈতিক সংগঠন উত্তর রাংগুনিয়া খেলোয়াড় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শনিবার ( ০১ জুন) বিকাল ৫ ঘটিকার উত্তর রাংগুনিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মীর লোকমান হাকিমের সভাপতিত্বে ও ইসমাঈল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর রাংগুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্জ্ব জসিম উদ্দিন তালুকদার।প্রধান বক্তা ছিলেন রাংগুনিয়া আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪নং দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব আহমদ সৈয়দ তালুকদার, বাংলাদেশ মানবাধিকার কমিশন রাংগুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক মাস্টার এম ইসকান্দর মিয়া তালুকদার।এসময় উপস্থিত ছিলেন উত্তর রাংগুনিয়া খেলোয়াড় সমিতির সকল সদস্য বৃন্দ।অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন রাংগুনিয়া আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার অধ্যাপক শফিউল কাদের তালুকদার।
আস/এসআইসু