আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র আবু তাহের আর নেই

বিএম সাগর লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর (সদর) পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের (৭৬) মারা গেছেন। (ইন্না-লিল্লাহে অ ইন্না-লিল্লাহে রাজিউন)।

শনিবার (১৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জেলা তার মেঝো ছেলে সদর উপজলার চেয়াম্যান সালাহ উদ্দিন টিপু।

মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।  আবু তাহের মৃত্যুতে শোক প্রকাশ করেন নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি,  আলহাজ শাহাজান কামাল এমপি,  জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়াসহ অনেকে।

নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি  জানান,  আবু তাহের  জননন্দিত ও বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ বারের নির্বাচিত মেয়র দায়িত্ব পালন করছেন। জেলা আওয়ামী লীগের একজন দক্ষ সাধারণ সম্পাদক হিসাবে তৃণমূল নেতা-কর্মীদের প্রাণ ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

মরহুমের মেঝো ছেলে সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহউদ্দিন টিপু জানান, আগামীকাল সকাল ১১ টায় লক্ষ্মীপুর আদর্শ সামাদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box