লক্ষ্মীপুর: প্রিয়দল আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে নাবিল হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সে ওই এলাকার ফরাজি বাড়ির মো. মুরাদের বড় ছেলে এবং বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাবিল বৈদ্যুতিক খুঁটিতে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Facebook Comments Box