Corona-Bangladesh.jpg

করোনায় আক্রান্ত মাশরাফির শাশুড়ি

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শাশুড়ি হোসনে আরা সিরাজ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার সদর হাসপাতালের চিকিৎসকের করোনা রিপোর্ট হাতে এসেছে। এছাড়া গত রোববার রাতে এমপি মাশরাফির শাশুড়ি হোসনে আরার করোনা রিপোর্ট পজেটিভ বলে মৌখিকভাবে জানা গেছে। আক্রন্ত দু’জনের চিকিৎসা বাড়িতেই চলছে।

সিভিল সার্জন বলেন, এ নিয়ে জেলায় মোট ৯ জন চিকিৎসক, ১৪ জন হাইওয়ে পুলিশ সদস্যসহ মোট ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কালিয়া উপজেলার চোরখালি গ্রামের বিশ্বজিত রায় (৫০) চৌধুরী ও একই উপজেলার খাসিয়াল মসজিদের মোয়াজ্জিন মো. আলিম শেখ (৫০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৮ চিকিৎসকসহ সুস্থ হয়েছেন ২৩ জন। এখন পজেটিভ আছেন ৩৭ জন।

Facebook Comments