আলোকিত সকাল ডেস্ক
বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে টুইটে ভারতের আসাম রাজ্যের পুলিশ লিখেছে, ‘৫৯০ কেজি গাঁজা কে হারিয়েছেন? ভয় নেই, খুঁজে পাওয়া গেছে। আমাদের সঙ্গে যোগাযোগ করুন।’
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৪ জুন) রাতে আসামের ধুবড়ি এলাকার চাগোলিয়া চেকপয়েন্টের কাছ থেকে এক ট্রাক গাঁজা আটক করে পুলিশ। সিল করা প্যাকেটে মোড়ানো মোট ৫৯০ কেজি গাঁজা উদ্ধার করে। আসাম পুলিশ এরপরই এই মজার টুইট করে।
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে রাতের অন্ধকারে অপারেশন চালিয়ে এই গাঁজা উদ্ধার করে আসামের পুলিশের দল।
আসাম পুলিশ ছাড়াও এর আগে মুম্বই পুলিশও মজার মজার টুইট করে বেশ সুনাম পেয়েছে। তথ্য সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি।
আস/এসআইসু
Facebook Comments Box