আলোকিত সকাল ডেস্ক
‘কিছুদিন আগে মন নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আসলে কারণটি ছিল আমার নতুন গান “মন তুই”, যা মন নিয়েই গাওয়া, গানটি আজ ঠিক দুপুর ৩টায় আসছে আমার ইউটিউব চ্যানেলে।’ ফেসবুকে এমন ঘোষণা দিয়ে নতুন গান প্রকাশ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
‘মন যেন তুই, দুই চোখেরই মতো কেনরে/ সব দেখেও দেখিস না শুধুই নিজেরে/
বুঝি না তোর আচরণ, জানি না কী প্রয়োজন/ কী করি, বলে দে/ একই সুরে ভাসি, একই ভালোবাসি/ একই সাথে থেকেও তোরে খুঁজি/ একই কথা বলি, একই পথে চলি/ একই বুকে রেখেও তোরে খুঁজি।’ কথার এ গানটি লিখেছেন রাকিব হাসান রাহুল। সুর-সংগীত করেছেন শিল্পী নিজেই। এটি প্রকাশ হয়েছে হাবিবের নিজেস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এইচডব্লিউ প্রোডাকশনের ব্যানারে।
এদিকে, দীর্ঘ বিরতির পর গত মাসের মাঝামাঝিতে হাবিব প্রকাশ করেন লোকগান ‘কেন তারে ভালোবাসিলাম’। এর মধ্যদিয়ে ক্যারিয়ারের শুরুর দিকের সংগীত সহযোদ্ধা হেলালকে নিয়ে ফিরলেন হাবিব। বাউল সালামের কথা ও সুরের পুরোনো এই গানের সংগীত পরিচালনা করেন হাবিব নিজেই। ‘কেন তারে ভালোবাসিলাম’ গানের ভিডিও নির্মাণ হয়েছে এইচডব্লিউ প্রোডাকশনের ব্যানারে।
হাবিবের ‘মুন তুই’ গানের ভিডিও
আস/এসআইসু