আলোকিত সকাল ডেস্ক
হবিগঞ্জে বড়শি দিয়ে মাছ ধরা এখন জনপ্রিয় হয়ে উঠছে। সাম্প্রতিককালে অন্য কোনো শহর এলাকায় বড়শি দিয়ে মাছ ধরার এমন নিয়মিত দৃশ্য নজরে পড়ে না; কিন্তু হবিগঞ্জ শহরে ব্যতিক্রম। প্রতি শুক্রবার সরকারি উচ্চ বিদ্যালয়ের পূর্ব দিক ঘেঁষা ঐতিহ্যবাহী তিনকোনা পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার জন্য সৌখিন মত্স্য শিকারিরা ভিড় জমান। রঙ্গিন ছাতার নিচে শিকারিরা তাদের সহযোগিদের নিয়ে একাগ্র চিত্তে মাছ ধরায় মগ্ন হয়ে পড়েন। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই পুকুরপাড়ে এ সময় উত্সুক পথচারীরাও এ দৃশ্য উপভোগ করেন। প্রতিদিন মাছ ধরার জন্য ২ হাজার টাকায় একটি টিকিট ক্রয় করে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিকারিরা বড়শি দিয়ে মাছ ধরেন। শিকারিদের সুবিধার্থে পুকুরের তিনপাড়ে কাঠের পাটাতন দিয়ে ৩০টি মাচা তৈরি করা হয়েছে।
পুকুরের ইজারাদার মো. আলাউদ্দিন জানান, হবিগঞ্জ ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার সৌখিন মত্স্য শিকারীরাও এখানে বড়শি দিয়ে মাছ ধরতে আসেন। পুকুরে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ রয়েছে। বেশি ওজনের মাছ ধরার জন্য রয়েছে পুরস্কারের ব্যবস্থা। গত শুক্রবার ছুটির দিনে ব্যবসায়ী, চাকরিজীবীসহ সৌখিন মত্স্য শিকারিদের পদচারণায় তিনকোনা পুকুর এলাকা ছিল মুখরিত।
আস/এসআইসু