রতন দে, মাদারীপুর প্রতিনিধি
বাকেরগঞ্জ থানার গায়তিয়া উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেনির মেধাবী ছাত্র মোঃ আবিদুল ইসলাম(অনিক)(১৪)গত ১১জুন বেলা ১১টার দিকে বাড়ী থেকে কাউকে না বলে চলে গেছে।
তার মুখ মন্ডল গোলাকার মুখে তিল চিন্হ এবং উচ্চতা ৪ফুট ৩ ইন্জি,তার পরনে ছিল নেভীব্লু জিন্স প্যান্ট ও গায়ে কমলা রংয়ের গাড় গেঞ্জী ছিল।তাকে অনেক খোজাখুজীর করেও তাকে পাওয়া যায়নি ।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।কোন স্ব হৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।মা ,মোসাম্মাৎ সুমাইয়া বেগম,স্বামী মোঃ আানোয়ার হোসেন,গ্রাম খান্দলী,থানা ডাসার,জেলা মাদারীপুর।
মোবাইল ০১৭১২৪৫৮৭৬৯৭
Facebook Comments Box